অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

প্রযুক্তির এই যুগে অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা চেক করা যায়। বাংলাদেশের প্রবাসীদের বড় একটি অংশ কাতারে থাকে। যারা নতুন করে কাতারে যেতে চাচ্ছেন, তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করে নেওয়া খুবই জরুরি।

যে কোনো দেশে ভ্রমণের পূর্বে আপনার ভিসাটি সঠিক কিনা, তা অনলাইনেই যাচাই করতে পারবেন। এতে করে দালালদের জালিয়াতি এবং অনাকঙ্খিত বিভিন্ন হয়রানি থেকে আপনি মুক্তি পেতে পারেন।

কাতার ভিসা চেকিং করার জন্য আপনাকে কারো শরণাপন্নও হতে হবে না। আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই কয়েকটি ধাপ অনুসরণ করে নিজে নিজেই কাতারের ভিসা যাচাই করে নিতে পারবেন।

আমি আপনাকে পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা এই বিষয়টা সহজেই বুঝতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম

কাতারের ভিসা চেক করার জন্য দুইটি পদ্ধতি রয়েছে। যথা -পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার। এই দুটির যে কোনোটা আপনার কাছে থাকলেই কাতারের ভিসা যাচাই করতে পারবেন।

কাতার ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ https://portal.moi.gov.qa/ এটি। এই ওয়েবসাইটটির প্রাথমিক ভাষা আরবি, তাই সরাসরি ওয়েবসাইটটিতে প্রবেশ করে হয়ত কিছুই বুঝবেন না।

তাই অবশ্যই এই লিংকে প্রবেশ করুনঃ https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/। প্রবেশ করার পর নিচের ধাপ গুলো ফলো করুন।

ধাপ ০১ # MOI Qatar ওয়েবসাইটে প্রবেশ করুন

কাতার ভিসা চেক করার নিয়ম

নির্দেশিত লিংকের মাধ্যমে ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর উপরের ছবির মতো এমন একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর বামপাশের মেনু থেকে Visa Services এ ক্লিক করুন।

তারপর ডানপাশে ৪টি অপশন দেখতে পাবেন। এখান থেকে Visa Inquiry and Printing এ ক্লিক করুন। উপরের ছবিতে দেখুন তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়েছে।

ধাপ ০২ # পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার

কাতার ভিসা চেকিং

পূর্বেই বলেছি এই ওয়েবসাইটটির মাধ্যমে কাতারের ভিসা দুটি নিয়মে চেক করা যায়। আপনার কাছে পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার থাকলেই হবে।

উপরের ছবিতে দেখুন Visa Number এবং Passport Number নাম্বার নামে দুটি অপশন রয়েছে। আপনি যেটির মাধ্যমে কাতারের ভিসাটি চেক করতে চাচ্ছেন, অবশ্যই সেটি সিলেক্ট করুন। আমি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি।

Passport Number নাম্বার অপশনটি সিলেক্ট করার পর ডানপাশের খালিঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন। আর Visa Number দিয়ে চেক করতে চাইলে অবশ্যই Visa Number অপশনটি সিলেক্ট করে খালিঘরে ভিসা নাম্বার লিখুন।

Nationality এর স্থানে আপনার দেশ সিলেক্ট করুন। আপনি যদি বাংলাদেশি হন তবে Bangladesh সিলেক্ট করুন। আর ভারতের হলে INDIA সিলেক্ট করুন।

তারপর নিচে একটি ছবিতে ক্যাপচা কোড দেওয়া হবে। পাশের খালিঘরে তা সঠিক ভাবে লিখুন। ক্যাপচা কোড দেখতে অসুবিধা হলে অডিও বাটনে ক্লিক করে ক্যাপচার বিবরণ শুনতে পারবেন।

সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করা হয়ে গেলে Sudmit বাটনে ক্লিক করুন। আর যদি ফরম পূরণে কোনো ভুল হয় তবে সংশোধন করে নিন অথবা Reset বাটনে ক্লিক করে পূণরায় ফরমটি পূরণ করে Sudmit বাটনে ক্লিক করুন।

ধাপ ০৩ # আপনার ভিসাটি দেখতে পাবেন

কাতারের ভিসা চেক করার নিয়ম

সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে Sudmit করার পর আপনার ভিসাটি দেখতে পাবেন। এখানে আপনার ভিসা নাম্বার, আপনার নাম, আপনার জাতীয়তা, পাসপোর্ট নাম্বার এবং ভিসা টাইপ সহ বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন।

এই পেজের উপরের ডানপাশে Print Visa নামের একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে ভিসার আরো বিস্তারিত ইনফরমেশন দেখতে পাবেন। যেখানে ভিসার ইস্যুর ডেট, ভিসার মেয়াদ, স্পন্সর কোম্পানির নামও উল্লেখ থাকবে।

ধাপ ০৪ # ভিসা প্রিন্ট

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম

আপনি অবশ্যই আপনার নিজের তথ্যের সাথে ভিসার তথ্য মিলিয়ে নেবেন। তাহলে বুঝতে পারবেন ভিসাটি সঠিক আছে কিনা। যদি ভিসা তথ্যে কোনো অনাকাঙ্খিত ভুল দেখতে পান তবে অবশ্যই কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করুন।

প্রিয় পাঠক, উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনি অনলাইনে ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে পারবেন।

অনলাইনে ভিসা চেক করার বেশকিছু উপকারিতা রয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় উপকারিতা হলো জালিয়াতি রোধ করা যায় এবং কাতারে গিয়ে সঠিক কোম্পানিতে কাজ পাওয়া নিশ্চিত করা যায়। প্রবাসীদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।

যাইহোক, আশাকরি কাতার ভিসা চেক করার নিয়ম আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ

Add comment