Technione

Offer closing in 👉

Days
Hours
Minutes
Seconds

Technione – ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে নাগরিকদের জন্য ডিজিটাল ই সেবা সংক্রান্ত সমস্যা সমাধানের এক উন্মুক্ত ব্লগ ওয়েবসাইট। প্রযুক্তির উৎকর্ষের এই যুগে সবকিছুই ডিজিটালাইজেশনে উন্নীত হয়েছে। মানুষের দৈনন্দিন জীবন যেনো প্রযুক্তির সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। প্রযুক্তি ছাড়া এখন আমরা কিছুই ভাবতে পারি না।

বাংলাদেশের নাগরিক সেবাতে ডিজিটালাইজেশনের বিশেষ ছোঁয়া লেগেছে। সহজলভ্যতা এসেছে বিভিন্ন কাজে। এখন ঘরে বসেই যে কোনো নাগরিক সেবা নেওয়া যায়। ই-পাসপোর্ট, ভিসা, ডিজিটাল জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ই-টিকিট ও অনলাইন জিডি ইত্যাদি সহ সবকিছুই আজ অনলাইন হয়ে গেছে।

সরকারি সেবাগুলো ডিজিটালাইজেশন হওয়ার দরুণ যেমন সহজলভ্যতা এসেছে নাগরিকদের দৈদন্দিন জীবনে, ঠিক তেমনি ভাবে যথাযথ জ্ঞান না থাকার ফলে অনেকের জন্যই তা জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ই-সেবা সংক্রান্ত জটিলতায় কমবেশি সকল নাগরিককেই পড়তে হয়। আর তার সমাধানের লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন আইটি ফার্ম ও সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান। টেকনিওয়ান তাদের মধ্যেই একটি।

টেকনিওয়ান (Technione) একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যা বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে ভূমিকা পালনের চেষ্টা করছে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো নাগরিকদের জন্য ডিজিটাল ই সেবা সম্পর্কিত সমস্যা সমাধান করা এবং প্রযুক্তি বিষয়ে তাদেরকে দক্ষ করে তোলা।

টেকনিওয়ান ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত কন্টেন্ট সুদক্ষ লেখকদের দ্বারা নির্মিত এবং পরিবেশিত। আমরা সর্বদা হেল্পফুল ও উচ্চ মানের কন্টেন্ট পাঠকদেরকে দেওয়ার চেষ্টা করি। তবে এ-দায়িত্ব নিতে পারিনা যে, আমাদের কন্টেন্ট শতভাগ নির্ভুল বা বিশুদ্ধ। তবে নির্ভুল বা বিশুদ্ধ রাখতে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি।

আমরা কোনো দল বা প্রতিষ্ঠানের সাথে অঙ্গিকারবদ্ধ নই। আমরা কেবলই নাগরিকদের কল্যাণে ই সেবা সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা তথনই স্বার্থক হবে বলে মনে করি, যখন কোনো নাগরিক এই ওয়েবসাইটের কন্টেন্ট থেকে উপকৃত হবে।

কৃতজ্ঞতায়:
– টেকনিওয়ান টিম